ইউসিসি কমিটি গঠন করলেন ভূপেন্দ্র প্যাটেল, ৪৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ
গান্ধীনগর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কমিটি গঠন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সেই কমিটিকে বিশদ গবেষণার পর ৪৫ দিনের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার গান্ধীনগরে এক সাংবাদিক সম্মে
ইউসিসি কমিটি গঠন করলেন ভূপেন্দ্র প্যাটেল, ৪৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ


গান্ধীনগর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কমিটি গঠন করলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সেই কমিটিকে বিশদ গবেষণার পর ৪৫ দিনের মধ্যে সরকারের কাছে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার গান্ধীনগরে এক সাংবাদিক সম্মেলনে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি বলেছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল ইউসিসি (ইউনিফর্ম সিভিল কোড) কমিটি গঠন করেছেন। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, বিচারপতি (অব.) রঞ্জনা দেশাই, অবসরপ্রাপ্ত সিনিয়র আইএএস অফিসার সিএল মীনা, অ্যাডভোকেট আর সি কোডেকর, প্রাক্তন উপাচার্য দকশেষ ঠাকর এবং সমাজকর্মী গীতা শ্রফ।

হর্ষ সাঙ্ঘভি বলেছেন, মুখ্যমন্ত্রী এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত গবেষণা করে সরকারের কাছে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এদিন বলেছেন, ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) খসড়া তৈরি এবং আইন প্রণয়নের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের সভাপতিত্বে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ৪৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেবে, যার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande