নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): কূটনৈতিক মাধ্যমে ভারত-পাকিস্তান দুদেশের মধ্যে বন্দিদের তালিকা আদান-প্রদানের মাধ্যমে এক পরিসংখ্যান সামনে এসেছে।
১৯৩ জন মৎস্যজীবী সহ ২৪৬ জন ভারতীয় পাকিস্তানি জেলে এবং ৮১ জন মৎস্যজীবী সহ ৩৮২ জন অন্যান্য ভারতীয় জেলে বন্দি রয়েছেন।
এই অবস্থায় ভারত পাকিস্তানের কাছে আবেদন করেছে যে ১৫৯ জন ভারতীয় বন্দি ও মৎস্যজীবী তাদের জেলে সাজা শেষ করেছেন, তাদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে এবং তাদের প্রত্যাবর্তন করার দাবি জানিয়েছে। এর সাথে, ভারত পাকিস্তানের কাছে আরও দাবি করেছে, ২৬ জন ভারতীয় নাগরিক ও মৎস্যজীবীকে তাদের কনস্যুলার অ্যাক্সেস দেওয়া হোক। ভারত পাকিস্তানকে জানিয়েছে, তারা যেন সমস্ত ভারতীয় এবং সম্ভাব্য ভারতীয় বন্দিদের মুক্তি এবং ভারতে প্রত্যাবর্তন না হওয়া পর্যন্ত তাদের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করে।
উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ২,৬৬১ জন ভারতীয় মৎস্যজীবী এবং ৭১ জনকে পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করা হয়েছে। এর মধ্যে ২০২৩ সাল থেকে ৫০০ জন মৎস্যজীবী এবং ১৩ জন সাধারণ বন্দিকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে।
২০০৮ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক কনস্যুলার অ্যাক্সেস চুক্তির আওতায় প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই ভারত ও পাকিস্তানের মধ্যে উভয় দেশে আটক বন্দিদের তালিকা বিনিময় করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / পাপিয়া