মন্ত্রিসভার অনুমোদন পেল ইএলআই
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেল এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম (ইএলআই)। জানা গিয়েছে, দেশের প্রতিটি ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা বৃদ্ধির জন্যই কেন্দ্রের এমন পদক্ষেপ। এই প্রকল্পের মাধ্যমে উৎ
মন্ত্রিসভার অনুমোদন পেল ইএলআই


নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেল এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম (ইএলআই)। জানা গিয়েছে, দেশের প্রতিটি ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি সামাজিক নিরাপত্তা বৃদ্ধির জন্যই কেন্দ্রের এমন পদক্ষেপ। এই প্রকল্পের মাধ্যমে উৎপাদন ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষজন এবং প্রথমবার চাকরিতে যোগ দেওয়া যুবক-যুবতীদের আর্থিক সুবিধার কথা মাথায় রেখেই এই প্রকল্পের ভাবনা। জানা গেছে, প্রথমবার চাকরিতে যোগ দেওয়া কর্মীরা দুই কিস্তিতে এক মাসের মজুরি হিসেবে ১৫ হাজার টাকা পর্যন্ত পাবেন। এক লক্ষ কোটি টাকা ব্যয়ে আগামী দু’বছরে সাড়ে ৩ কোটিরও বেশি কর্মসংস্থান তৈরির ভাবনা রয়েছে এই প্রকল্পের অধীনে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande