নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): তামিলনাডুতে জাতীয় মহাসড়ক – ৮৭ এর পার্মাকুডি – রামানাথপুরম বিভাগকে চার লেন করার প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ১৮৫৩ কোটি টাকা ব্যয়ে মিশ্র অ্যানুইটি মোড (এইচএএম) – এ এটি গড়ে তোলা হবে। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
পিআইবি জানিয়েছে, বর্তমানে মাদুরাই, পার্মাকুডি, রামানাথপুরম, মণ্ডপম, রামেশ্বরম এবং ধনুষ্কোডির মধ্যে সংযোগ দুই লেন বিশিষ্ট জাতীয় মহাসড়ক – ৮৭ এবং সংযুক্ত রাজ্য মহাসড়কের উপর নির্ভরশীল। বেশ কিছু এলাকা ঘন বসতি পূর্ণ এবং এই পথে প্রচুর যান চলাচল করায় যানজট এক নিত্যকালীন সমস্যা। এই করিডরে বেশ কিছু বড় শহরও যুক্ত রয়েছে। এই সমস্যা নিরসনে জাতীয় মহাসড়ক – ৮৭ পার্মাকুডি থেকে রামানাথপুরম পর্যন্ত প্রায় ৪৬.৭ কিলোমিটার এলাকাকে চার লেনে উন্নীত করা হবে। এতে যানজটের সমস্যা সমাধানের পাশাপাশি পথ নিরাপত্তা বৃদ্ধি পাবে, সর্বোপরি যানবাহন চলাচলে গতি আসবে।
এই প্রকল্প ৫টি প্রধান জাতীয় মহাসড়ক এনএইচ – ৩৮, এনএইচ – ৮৫, এনএইচ – ৩৬, এনএইচ – ৫৩৬ এবং এনএইচ – ৩২ সহ তিনটি জাতীয় মহাসড়ক এসএইচ – ৪৭, এসএইচ – ২৯ এবং এসএইচ – ৩৪ এর মধ্যে সংযোগ রক্ষা করবে। তামিলনাডুর দক্ষিণাঞ্চলে মূল অর্থনৈতিক ও লজিস্টিক ক্ষেত্রগুলির সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ গড়ে তুলবে। এর পাশাপাশি, দুটি প্রধান রেল স্টেশন মাদুরাই, রামেশ্বরম ছাড়াও মাদুরাই বিমানবন্দর এবং ২টি ছোট বন্দর পাম্বাম ও রামেশ্বরমের সঙ্গে মাল্টিমোডাল সংযোগ রক্ষায় কার্যকরি ভূমিকা নেবে। এলাকায় দ্রুত পণ্য ও যাত্রী পরিবহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রকল্পটি সম্পূর্ণ হলে পার্মাকুডি ও রামানাথপুরম বিভাগ আঞ্চলিক অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও, প্রধান ধর্মীয় স্থান ও অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে। রামেশ্বরম ও ধনুষ্কোডি র পর্যটন এতে প্রসারলাভ করবে এবং শিল্প ও বাণিজ্যের বিকাশে নতুন পথ খুলে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ