করাচি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মুখোমুখি হবে ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে। এই দুই দলের ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান লড়াই। অন্তত দেড় লক্ষ ক্রিকেটপ্রেমী অনলাইনে ভিড় জমিয়েছিলেন টিকিট কেনার জন্য। তবে তাদের বেশিরভাগকেই দীর্ঘ সময় অপেক্ষা করে হতাশ হতে হয়েছে। সোমবার সেই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়। মাত্র এক ঘণ্টাতেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি