বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের কোচের পদ ছাড়লেন হাসান তিলকারত্নে
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): ২৮ মাস দায়িত্ব পালন করার পর বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ শ্রীলঙ্কার হাসান তিলকারত্নে দায়িত্ব ছাড়লেন। দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা ‍বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন এই লঙ্কান কোচ। ২০২২ সালের অক
বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের কোচের পদ ছাড়লেন হাসান তিলকারত্নে


ঢাকা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): ২৮ মাস দায়িত্ব পালন করার পর বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ শ্রীলঙ্কার হাসান তিলকারত্নে দায়িত্ব ছাড়লেন। দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা ‍বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন এই লঙ্কান কোচ।

২০২২ সালের অক্টোবরে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন শ্রীলঙ্কা জাতীয় দলের প্রাক্তন তারকা হাসান তিলকারত্নে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরই ছিল তাঁর শেষ অ্যাসাইনমেন্ট। শেষ অ্যাসাইনমেন্টে তাঁর দল দুটি সিরিজেই হেরেছে। তবে ক্যারিবিয়ান সফরে সিরিজ হারলেও প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২-১ এবং টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারে টাইগ্রেসরা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande