প্যারাগুয়ে, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়ের স্বাদ পেতে হলে ফাইনাল পর্বে ৫ ম্যাচের সব ম্যাচ-ই গুরুত্বপূর্ণ। একটি পয়েন্টও নষ্ট করা যাবে না। আর সেই দৌড়টা ভালোভাবেই শুরু করল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। চ্যাম্পিয়নশিপের ফাইনাল পর্বের শুরুতে জয় তুলে নিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
বুধবার চিলিকে ২-১ ব্যবধানে হারিয়েছে মেসির উত্তরসূরীরা। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে নেইমারের উত্তরসূরীরা জয় পেয়েছে ১-০ গোলে। ফলে দুটি দলের নামের পাশে যোগ হয়েছে গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্ট। ফাইনাল পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ ৮ ফেব্রুয়ারি। সেলেসাওদের প্রতিপক্ষ কলম্বিয়া আর আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ উরুগুয়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি