২০২৭ সালে অনূর্ধ্ব-২১ ইউরো যৌথভাবে আয়োজন করবে আলবেনিয়া এবং সার্বিয়া
নিওঁ, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : মঙ্গলবার ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, আলবেনিয়া এবং সার্বিয়া ২০২৭ সালের অনূর্ধ্ব-২১ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজন করবে। বলকান দেশ দুটি তাঁদের মত পার্থক্য ভুলে যৌথভাবে দরপত্র জমা দেওয়ার পর মঙ্গলবা
২০২৭ সালে অনূর্ধ্ব-২১ ইউরো যৌথভাবে আয়োজন করবে আলবেনিয়া এবং সার্বিয়া


নিওঁ, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : মঙ্গলবার ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, আলবেনিয়া এবং সার্বিয়া ২০২৭ সালের অনূর্ধ্ব-২১ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ যৌথভাবে আয়োজন করবে। বলকান দেশ দুটি তাঁদের মত পার্থক্য ভুলে যৌথভাবে দরপত্র জমা দেওয়ার পর মঙ্গলবার এই ঘোষণা করে তাঁরা।

এই টুর্নামেন্টটি আলবেনিয়ার ৪ টি স্টেডিয়ামে তিরানা, শকোডার, এলবাসান এবং রোগোজিনে হবে এবং সার্বিয়ার ৪টি স্টেডিয়াম নোভি সাদ, লোজনিকা, লেসকোভাক এবং জাজেকায় খেলা গুলি হবে। উদ্বোধনী ম্যাচটি সার্বিয়ায় অনুষ্ঠিত হবে এবং ফাইনালটি আলবেনিয়ায় অনুষ্ঠিত হবে। উভয় দেশই স্বাগতিক হিসেবে যোগ্যতা অর্জন করেছে, বাছাইপর্বে ১৪টি দল অংশগ্রহণ করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande