চেলসি থেকে এসি মিলানে ফেলিক্স
মিলান, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : চেলসি থেকে ধারে মরসুমের বাকি সময়ের জন্য এসি মিলানে যোগ দিলেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। এই ফুটবলারকে দলে নেওয়ার কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে ইতালিয়ান ক্লাব মিলান। সোমবার মিলানে পা রাখেন ফেলিক্স। সোমবার মেড
চেলসি থেকে এসি মিলানে ফেলিক্স


মিলান, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : চেলসি থেকে ধারে মরসুমের বাকি সময়ের জন্য এসি মিলানে যোগ দিলেন পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। এই ফুটবলারকে দলে নেওয়ার কথা মঙ্গলবার বিবৃতি দিয়ে জানিয়েছে ইতালিয়ান ক্লাব মিলান।

সোমবার মিলানে পা রাখেন ফেলিক্স। সোমবার মেডিকেল সম্পন্ন হওয়ার পর তিনি চুক্তিতে সই করেছেন। ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে বুধবার রোমার বিপক্ষে ম্যাচ দিয়ে মিলানের জার্সিতে অভিষেক হতে পারে তার।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande