কেপটাউন, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ক্যারিবিয়ান ডোয়াইন ব্রাভো যখন টি-২০ সর্বোচ্চ উইকেটের চূড়ায় উঠে রেকর্ড গড়েন, রশিদ খান তখন শীর্ষ ৫০০ বোলারের মধ্যেও ছিলেন না। মাত্র ৮ বছর পর রশিদ পেরিয়ে গেলেন ব্রাভোর সেই রেকর্ড। ফলে টি-২০ ক্রিকেটে রশিদ খানের শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হল সবচেয়ে আকর্ষণীয় পালক।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ–২০ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। এমআই কেপ টাউনের হয়ে পার্ল রয়্যালসের শ্রীলঙ্কান দুনিথ ওয়েলালাগেকে বোল্ড করে এই নতুন উচ্চতায় পা রাখলেন রশিদ খান। ২০ ওভারের স্বীকৃত ক্রিকেটে রশিদ খানের উইকেট এখন ৬৩৩টি। অবসরে যাওয়া ক্যারিবিয়ান তারকা ব্রাভোর উইকেট সংখ্যা ৬৩১।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি