এফএ কাপ : ম্যানইউ হারাল লেস্টার সিটিকে, বায়ার্ন মিউনিখ ব্রেমেনকে
মিউনিখ, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : এফ এ কাপের বিগ ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর বুন্দেসলিগায় একই রাতে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে জয়ে শিরোপার পথে আরও এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের
এফএ কাপ: ম্যানইউ হারাল লেস্টার সিটিকে, বায়ার্ন মিউনিখ ব্রেমেনকে


মিউনিখ, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : এফ এ কাপের বিগ ম্যাচে লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর বুন্দেসলিগায় একই রাতে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে জয়ে শিরোপার পথে আরও এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ।

ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের ৪২ মিনিটে ববি ডে করডোভা রেইডের গোলে লিড নেয় লেস্টার সিটি। তবে, বিরতির পর ৬৮ মিনিটে সমতা ফেরান ম্যানচেস্টার ইউনাইটেডের জসুয়া জিরকজি। এরপর অতিরিক্ত সময়ের পথে থাকা ম্যাচের শেষ বাঁশি বাজার পূর্ব মুহূর্তে আসে ইউনাইটেডের জয়। চমৎকার গোল করে হ্যারি ম্যাগুয়ের দলকে পঞ্চম রাউন্ডে তুলে দেন।

আর দিনের অন্য ম্যাচে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে বায়ার্ন মিউনিখ জয় পেয়েছে ৩-০ গোলে। বাভারিয়ানদের জয়ের রাতে পেনাল্টি থেকে জোড়া গোল করেন হ্যারি কেইন । এছাড়াও একটি গোল করেন লেরয় সানে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande