সম্পন্ন শংকরদেব শিশু নিকেতন আয়োজিত ৩৫-তম রজনীকান্ত দেবশৰ্মা স্মৃতি প্ৰান্তীয় ও ক্ষেত্ৰীয় অ্যাথলেটিক্স প্ৰতিযোগিতার
গুয়াহাটি, ১২ মে (হি.স.) : সফলভাবে সম্পন্ন হয়েছে বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের সংবদ্ধ সংগঠন শিশুশিক্ষা সমিতি, অসম কর্তৃক আয়োজিত ৩৫-তম রজনীকান্ত দেবশর্মা স্মৃতি প্রান্তীয় এবং ক্ষেত্রীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার। গত ১০ মে থেকে বরপেটা রোডে অ
৩৫-তম রজনীকান্ত দেবশৰ্মা স্মৃতি প্ৰান্তীয় ও ক্ষেত্ৰীয় অ্যাথলেটিক্স প্ৰতিযোগিতার সমাপনী অনুষ্ঠান


গুয়াহাটি, ১২ মে (হি.স.) : সফলভাবে সম্পন্ন হয়েছে বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের সংবদ্ধ সংগঠন শিশুশিক্ষা সমিতি, অসম কর্তৃক আয়োজিত ৩৫-তম রজনীকান্ত দেবশর্মা স্মৃতি প্রান্তীয় এবং ক্ষেত্রীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার।

গত ১০ মে থেকে বরপেটা রোডে অবস্থিত শংকরদেব শিশু নিকেতনে উদ্বোধন হয়েছিল ৩৫-তম রজনীকান্ত দেবশর্মা স্মৃতি প্রান্তীয় এবং ক্ষেত্রীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার। আজ ১২ মে এই মেগা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার সমাপন হয়েছে।

আজ বিকালে গুয়াহাটির জু-রোডে প্ৰশান্ত পথে শিশু শিক্ষাসমিতি, অসমের কাৰ্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে শিশুশিক্ষা সমিতি অসমের প্ৰচারপ্ৰমুখ মুকুটেশ্বর গোস্বামী এ খবর জানিয়েছেন। তিনি জানান, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দিয়েছেন বিদ্যাভারতী উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক সম্পাদক ড. পবন তিওয়ারি, ক্ষেত্ৰী ক্রীড়াপ্ৰমুখ রঞ্জিতকুমার শইকিয়া এবং নিকেতন পরিচালন সমিতির বিশিষ্ট কাৰ্যকৰ্তাগণ।

তিনি জানান, অনুষ্ঠিত ক্রীড়া প্ৰতিযোগিতায় প্ৰথম স্থানাধিকারী খেলোয়াড় ছাত্ৰছাত্ৰীরা বিদ্যাভারতীর রাষ্ট্ৰীয় ক্রীড়া সমারোহের জন্য নিৰ্বাচিত হয়েছেন। গুয়াহাটি বিভাগ সৰ্বশ্ৰেষ্ঠ দলের খেতাব লাভ করার পাশাপাশি লখিমপুর বিভাগ শ্ৰেষ্ঠ অনুশাসন দল হিসেবে এবং শিবসাগর বিভাগ শ্ৰেষ্ঠ মাৰ্চ-পাস্ট দল হিসেবে পুরস্কৃত হয়েছে।

সমাপন অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে ড. তিওয়ারি বলেন, “নতুন ভারত গঠনে ছাত্ৰছাত্ৰীদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। শারীরিক শিক্ষা হচ্ছে ছাত্ৰছাত্ৰীদের সামগ্ৰিক বিকাশের অন্যতম আধার। খেলাধুলার মাধ্যমে সুপ্ত প্ৰতিভার বিকাশ সম্ভব এবং দেশমাতৃকার গরিমা বৃদ্ধি করার জন্য শক্তি এই শিক্ষার মধ্যে রয়েছে।”

তিনি সকল বিজয়ী এবং অংশগ্ৰহণকারী ছাত্ৰছাত্ৰীদের আগামীদিনে আরও উন্নত প্ৰদৰ্শনের জন্য উৎসাহিত করেছেন। এছাড়া এ ধরনের মেগা প্ৰতিযোগিতা আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিদ্যাভারতী উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক সম্পাদক ড. পবন তিওয়ারি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande