টেস্ট থেকে অবসর বিরাট কোহলির
নয়াদিল্লি, ১২ মে(হি.স.) : দুদিন আগেই শোনা গিয়ে ছিল বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান। আর এই সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়েও দিয়েছিলেন তিনি। কিন্তু কোহলি ব্যাপারটা নিয়ে আর কিছু বলেন নি। সোমবার হঠাৎই এল সেই আনুষ্ঠানিক ঘোষণা। টেস্ট থেকে অবসরের কথা সোম
টেস্ট থেকে অবসরে গেলেন বর্তমান প্রজন্মের সেরা ক্রিকেটার বিরাট কোহলি


নয়াদিল্লি, ১২ মে(হি.স.) : দুদিন আগেই শোনা গিয়ে ছিল বিরাট কোহলি টেস্ট থেকে অবসর নিতে চান। আর এই সিদ্ধান্ত বিসিসিআইকে জানিয়েও দিয়েছিলেন তিনি। কিন্তু কোহলি ব্যাপারটা নিয়ে আর কিছু বলেন নি। সোমবার হঠাৎই এল সেই আনুষ্ঠানিক ঘোষণা। টেস্ট থেকে অবসরের কথা সোমবার জানিয়ে দিলেন বর্তমান প্রজন্মের সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ইনস্টাগ্রামে এক পোস্টে তার অবসরের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

অবসর ঘোষণা করার পর কোহলি জানান, ব্যাগি ব্লু ক্যাপটা পরার পর ১৪ বছর কাটিয়ে দিয়েছি। সত্যি বলতে, এই ফরম্যাটটি আমাকে অনেক কিছু দিয়েছে যা কল্পনা করিনি। এই ফরম্যাটটি আমাকে অনেক পরীক্ষা করেছে, গঠন করেছে এবং শিক্ষা দিয়েছে, যা সারা জীবন মনে থাকবে। সাদা পোশাকে খেলার মধ্যে ব্যক্তিগত দারুণ কিছু আছে। শান্ত পরিবেশ, লম্বা দিন, ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখে না কিন্তু তা চিরকাল সঙ্গে থাকে।

আগামী জুনে টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। এই সফরের আগে রোহিত শর্মা অবসরে গেছেন। কোহলিও সোমবার রোহিতের পথ অনুসরণ করলেন। ভারতের ব‍্যাটিং লাইনআপটা অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়ল। চিন্তা বাড়লো ভারতীয় ক্রিকেটের।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande