কলকাতা, ১২ মে (হি.স.): সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেলেন বিরাট কোহলি। ১৪ বছরের টেস্ট কেরিয়ারl ২০১১ সালে জ্যামাইকার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় তাঁর। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড়–এর ১৪ বছর ধরে সাদা দলে দুর্দান্ত কেরিয়ার।
দিল্লির এই ব্যাটসম্যান ১২৩টি টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯২৩০ রান করেছেন, যার মধ্যে ৩০টি সেঞ্চুরি রয়েছে।
কোহলির কিছু বড় টেস্ট রেকর্ড:
এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ রান - ২০১২, ২০১৫, ২০১৬, ২০১৮ এবং ২০২৩।
ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫৪ (২০১৯)
অধিনায়ক হিসেবে সর্বাধিক সেঞ্চুরি: ২০টি
অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান: ৫৮৬৪
ভারতের হয়ে সর্বাধিক দ্বিশতরান: ৭টি
অধিনায়ক হিসেবে সর্বাধিক দ্বিশতরান: ৬টি
টেস্ট অধিনায়ক হিসেবে সর্বাধিক জয়: ৬৮টি ম্যাচ খেলে ৪০টি
পুরুষদের ব্যাটিং র্যাঙ্কিংয়ে একজন ভারতীয়ের সর্বোচ্চ রেটিং পয়েন্ট: ৯৩৭ (২০১৮)
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ী প্রথম এশীয় অধিনায়ক (২০১৮-১৯)
অধিনায়ক হিসেবে টানা সর্বাধিক টেস্ট সিরিজ জয়: ৯টি
অস্ট্রেলিয়ায় একজন ভারতীয়ের সর্বোচ্চ শতরান: ৭টি
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি