পাথারকান্দি (অসম), ৮ ফেব্রুয়ারি (হি.স.) : পাথারকান্দি বিধানসভা এলাকাধীন দোহালিয়া ফরেস্ট রেঞ্জের অন্তর্গত বৈঠাখাল ফরেস্ট বিট অফিসের অধীন পয়লামুলির নয়াবাজারে লঙ্গাই নদীর এক নম্বর মহাল থেকে একটি অবৈধ বালু উত্তোলনের পাম্প মেশিন বাজেয়াপ্ত করেছেন বন দফতরের কর্মীরা।
জানা গেছে, আজ শনিবার রেঞ্জ অফিসার প্রণব কলিতার নির্দেশে বৈঠাখাল ফরেস্ট বিটের আধিকারিক মিণ্টু বরুয়া দলবল নিয়ে নয়াবাজারে লঙ্গাই নদী থেকে একটি বালু তোলার মোটর পাম্প বাজেয়াপ্ত করেছেন। তবে অবৈধ বালু তোলার মেশিন কাণ্ডে জড়িত কাউকে আটক করতে পারেননি বন কর্মীরা। এমন-কি এই খবর লেখা পর্যন্ত বাজেয়াপ্তকৃত মেশিনের মালিকানা দাবি করে কেউ এগিয়ে এসেছেন বলেও খবর পাওয়া যায়নি।
অভিযোগ, এই মহালটি দীর্ঘদিন ধরে সরকারি টেন্ডার বিহীন অবস্থায় রয়েছে। এই সুযোগে একটি দুষ্টচক্র একাংশ বন আধিকারিকদের সাথে গোপন রফা করে অবৈধভাবে সরকারি রাজস্বযুক্ত বালু তোলে অন্যাত্র পাচার করে আসছিল।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস