দেশের সবচেয়ে বড় ক্যান্সার হল ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেট : সিন্ধিয়া
গোয়ালিয়র, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দেশের সবচেয়ে বড় ক্যান্সার হল ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ)। শনিবার এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই সকালে গোয়ালিয়রে এক সাংবাদিক সম্মেলনে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, আমাদের দেশ
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া


গোয়ালিয়র, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দেশের সবচেয়ে বড় ক্যান্সার হল ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ)। শনিবার এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই সকালে গোয়ালিয়রে এক সাংবাদিক সম্মেলনে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, আমাদের দেশের সবচেয়ে বড় ক্যান্সার হল, ব্যাঙ্কগুলির নন-পারফর্মিং অ্যাসেট (এনপিএ), যা বিজেপি ও এনডিএ সরকার কংগ্রেস এবং ইউপিএ সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে, দিল্লির জনগণের উপর বোঝা হিসেবে।

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আরও বলেছেন, ২০১৪ সালে, সেই এনপিএ ছিল ১১.৫ শতাংশ। এখন তা ২.৬ শতাংশ, ১০ বছর আগে, ইউপিএ সরকার পরিকাঠামোর জন্য মাত্র ২ লক্ষ কোটি টাকা খরচ করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা বাড়িয়ে ১১ লাখ কোটি টাকা করেছেন। দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে সিন্ধিয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লিতে সরকার গড়বে বিজেপি।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande