বাংলাদেশ সুপ্রিম কোর্টে সকাল থেকে মোতায়েন সেনা জওয়ান, সাঁজোয়া যানও
ঢাকা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মাঝেই নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে সে দেশের সুপ্রিম কোর্টে। শনিবার সকাল থেকেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বরে মোতায়েন হন সে দেশের সেনাবাহিনীর জওয়ানেরা। আদালত চত্বরে মোতায়েন করা হয় পুলিশ এবং র‌্য
বাংলাদেশ সুপ্রিম কোর্টে সকাল থেকে মোতায়েন সেনা জওয়ান, সাঁজোয়া যানও


ঢাকা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির মাঝেই নিরাপত্তা বৃদ্ধি করা হচ্ছে সে দেশের সুপ্রিম কোর্টে। শনিবার সকাল থেকেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বরে মোতায়েন হন সে দেশের সেনাবাহিনীর জওয়ানেরা।

আদালত চত্বরে মোতায়েন করা হয় পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-এর কর্মীদের। সুপ্রিম কোর্ট চত্বরে সাঁজোয়া গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সেনা জওয়ানদের।

প্রশাসনের দাবি, সে দেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট এবং আশপাশের চত্বরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়। বাংলাদেশ পুলিশ এবং সে দেশের সুপ্রিম কোর্টের বিভিন্ন সূত্র জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করেই সুপ্রিম কোর্টের গেটের সামনে পুলিশকর্মীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই ওই চত্বরে আরও বেশি সংখ্যায় পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande