দিল্লি বিধানসভা নির্বাচনে দলের বিরাট জয়ে ত্রিপুরায় বিজেপির বিজয়োল্লাস
আগরতলা, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিরাট জয়ের পরিপ্রেক্ষিতে ত্রিপুরার বিভিন্ন জায়গায় দলের তরফ থেকে বিজয় মিছিল সংগঠিত করা হয়েছে শনিবার৷ রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন জেলা ও মহকুমা সদরে বিজয় মিছিল করেছেন বিজেপির কর্মী সমর্
বিজয়োল্লাস


আগরতলা, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির বিরাট জয়ের পরিপ্রেক্ষিতে ত্রিপুরার বিভিন্ন জায়গায় দলের তরফ থেকে বিজয় মিছিল সংগঠিত করা হয়েছে শনিবার৷ রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন জেলা ও মহকুমা সদরে বিজয় মিছিল করেছেন বিজেপির কর্মী সমর্থকরা৷ বিজয় মিছিলে সামিল হয়েছেন স্থানীয় বিধায়ক, মন্ত্রিরাও৷

শনিবার পড়ন্ত বিকালে রাজধানী আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে ছিল বিজয়োল্লাস৷ দলীয় কর্মীরা গেরুয়া আবির নিয়ে রাজপথে নামেন৷ বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা সহ দলের মন্ত্রি বিধায়ক এবং নেতা কর্মীরা৷ বিজয় মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷

এদিকে, দিল্লির বিধানসভা ভোটে বিপুলভাবে জয়যুক্ত হওয়ায় খোয়াইতেও ভারতীয় জনতা পার্টির খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাজি-পটকা পুড়িয়ে বিজয় মিছিল করা হয়। সাধারণ কার্যকর্তারাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। মিছিলের পুরো ভাগে ছিলেন মন্ডল সভাপতি, মন্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ নাগ, তপশিলি মোর্চার জেলা কমিটির সম্পাদক রঞ্জন দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শর্মা, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা সহ অন্যান্য কার্যকর্তা।

এদিন বিজেপি ২ নং মোহনপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথও মাতলেন বিজেপির দিল্লি দখলের জয়ের আনন্দে। মোহনপুর করা হয় বিশাল বিজয় মিছিল। এই মিছিলের মধ্য দিয়ে মন্ত্রী রতন লাল নাথ উনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন দিল্লিতে আম আদমি পার্টি সাধারণ জনগণকে ভুলনীতি দেখিয়ে ভোটে জয়ী হতে চেয়েছে। কিন্তু বিজেপির এই জয়ে এটা প্রমাণিত যে বিজেপির নীতিই আসল নীতি। এর বাইরে কিছু নেই।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande