নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): রঙের উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। বসন্তের এই উৎসব আসলে নানা রঙে রাঙিয়ে দেওয়ার উৎসব। উত্তর, মধ্য, পূর্ব ও পশ্চিম ভারত মেতে উঠেছে রঙের খেলায়। ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছেন রঙের উৎসবে। সাধারণ মানুষের পাশাপাশি তারকা, মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্বরাও হোলি যাপন শুরু করেছেন। এবার হোলিতে মেতে উঠলেন বিএসএফ জওয়ানরা। তাঁরা জম্মু ও কাশ্মীরের হীরানগর সেক্টরে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে হোলি উদযাপন করেন। এক বিএসএফ জওয়ান জানান, হোলি একটি মহান আনন্দ উৎসব এবং ভারত জুড়ে মানুষ ধর্মীয় ভেদাভেদ ভুলে এটি উদযাপন করে। আমাদের সৈন্যরা এই সময়ে তাঁদের পরিবারের সাথে নেই। কিন্তু যাঁরা এখানে একসঙ্গে আছেন, তাঁরা একটি পরিবারের মতো হোলি উদযাপন করছেন। জম্মু ও কাশ্মীরের হীরানগর সেক্টরের পাশাপাশি পঞ্জাবের অমৃতসরের ভারত-পাক সীমান্তেও হোলি উদযাপন করেন জওয়ানরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ