মোরাদাবাদ, ১৪ মার্চ (হি.স.): সম্ভলে নির্বিঘ্নেই পালিত হলো হোলি উৎসব। উত্তর প্রদেশের সম্ভলের জেলাশাসক রাজেন্দ্র পানসিয়া এবং পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই বলেন যে শুক্রবার হোলি উৎসব পালিত হচ্ছে সম্প্রীতির সঙ্গে। হোলি উৎসবের সময় জেলার সংবেদনশীল স্থান পরিদর্শন করেন তাঁরা।
জেলাশাসক ডঃ রাজেন্দ্র পানসিয়া বলেন, সবকিছু সঠিকভাবে অনুসরণ করা হয়েছে এবং সবকিছু শান্তিতে পরিচালিত হয়েছে। হোলি এবং নামাজ উভয়ই সঠিকভাবে সম্পন্ন হয়েছে। সম্ভলের এসপি কৃষ্ণ বিষ্ণোই বলেন, সম্ভলের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ড্রোন ব্যবহার করা হয়। মানুষ আনন্দের সাথে হোলি উদযাপন করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ