অযোধ্যা, ১৪ মার্চ (হি.স.): অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দির সহ প্রায় ১০ হাজার মন্দিরে ঐতিহ্যবাহী হোলি উৎসব হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাঠানো বিশেষ আবির অর্পণ করা হয় রামলালাকে। এরপর এই আবির সকল ভক্তদের রামলালার প্রসাদ হিসেবে বিতরণ করা হয়।
হোলিতে রামলালাকে ৫৬ ভোগ অর্পণ করা হয়। ফুলদোল পালন হয় এদিন। এর জন্য শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গাঁদা এবং গোলাপ সহ ১০ কুইন্টাল ফুলের ব্যবস্থা করে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অযোধ্যায় ১০ হাজারেরও বেশি মন্দিরে ঐতিহ্যবাহী হোলি খেলা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ