বরপেটা (অসম), ১৪ মাৰ্চ (হি.স.) : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সংগঠিত ঘটনাকে বাম-মতাদর্শিক উপাদানগুলি অন্যতম ‘নৃশংসতা’ বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী ড. শৰ্মা বলেন, ‘এটাই বামপন্থীদের আসল চেহারা। বিশৃঙ্খলা অরজকতা সৃষ্টি করাই বামেদের একমাত্র লক্ষ্য।’
ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিভি সাংবাদিকের ওপর হামলা বামপন্থীদের নৃশংসতা ছাড়া আর কিছুই নয়। এখন এটা প্রমাণিত হয়েছে যে বামপন্থীরা সবসময় সহিংসতার পক্ষে থাকে..., তাঁরা সহিংসতা-নির্ভর রাজনীতি করতে চায়। আমি এই ঘটনার নিন্দা জানাই এবং এ ঘটনা বামপন্থীদের আসল চেহারা উন্মোচিত করেছে।’
আজ শুক্রবার দোল উৎসব উপলক্ষ্যে বরপেটা এসেছিলেন মুখ্যমন্ত্রী। তখন গতকাল বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিন সাংবাদিক হৃদিতা, পিঙ্কি এবং ভাস্কর লাঞ্ছিত হওয়ার ঘটনা সম্পৰ্কে অসমে কৰ্মরত সাংবাদিকদের এক জিজ্ঞাসার জবাবে এভাবেই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস