গুয়াহাটি / যোরহাট (অসম), ১৪ মাৰ্চ (হি.স.) : তিন দিনের সরকারি সফরে অসমে এসে পৌছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শুক্রবার সন্ধ্যারাতে যোরহাটের ররৈয়া বিমানবন্দরে তাঁকে উষ্ণ স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও তাঁর মন্ত্রিসভার সহকর্মীগণ, কেন্রীন্য় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, অসম প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া, রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকবর্গ প্রমুখ। রবিবার তিনি মিজোরাম সফর করবেন।
যোরহাট থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় ২৬.৪ কিলোমিটার দূরে গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ের গিয়েছেন। সেখানে লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমির অতিথিশালায় রাত কাটাবেন তিনি।
আগামীকাল শনিবার সকালে দেড়গাঁওয়ে প্রথম পর্যায়ে ১৬৭.৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমির উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর পর অ্যাকাডেমিতে দ্বিতীয় পর্যায়ের ৪২৫.৪৮ কোটি টাকায় নির্মীয়মাণ আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করারও কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও তাঁর মন্ত্রিসভার সহকর্মীগণ, কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কেন্রীচথয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, অসম প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ দিলীপ শইকিয়া, রাজ্য সরকারের সাধারণ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকবর্গ, প্রদেশ বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারী এবং স্থানীয় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
দেড়গাঁওয়ের কার্যক্রম শেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মিজোরামের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে রাজ্যের রাজধানী আইজল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জোখাওসাং-এ আসাম রাইফেলস-এর সদর ছাউনি স্থানান্তরের অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মিজোরাম থেকে বিকালের দিকে গুয়াহাটি ফিরে যাবেন স্বৰাষ্ট্ৰমন্ত্ৰী শাহ। গুয়াহাটিতে কইনাধরায় রাজ্য অতিথিশালায় নৈশযাপন করে পরেরদিন রবিবার যাবেন কোকরাঝাড়। কোকরাঝাড়ের দোতমায় অল বড়ো স্টুডেন্টস ইউনিয়নের (আবসু) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন তিনি।
কোকরাঝাড় থেকে সন্ধ্যায় তিনি গুয়াহাটিতে ফিরে আসবেন। গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে উত্তরপূর্বীয় রাজ্যগুলির সমস্ত মুখ্যমন্ত্রীর সাথে এক বৈঠকে বসবেন তিনি। বৈঠক শেষে রাতেই দিল্লির উদ্দেশ্যে রওয়ানা হবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
হিন্দুস্থান সমাচার / সমীপ
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস