রাজকোট, ১৪ মার্চ (হি.স.): বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। দোলযাত্রার দিন গুজরাটের রাজকোটে একটি বহুতল আবাসনে আগুন লেগে প্রাণ গিয়েছে ৩ জনের। দমকল সূত্রে খবর, বহুতল আবাসিক কমপ্লেক্সের সাত তলায় আগুনের সূত্রপাত। আগুন এত দ্রুত ছড়াতে শুরু করে যে ভবনটির মধ্যেই আটকে পড়েন অনেকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজকোটের ১৫০ ফুট রিং রোডে অ্যাসলান্টিস ভবনে আগুন লাগে। প্রথমে ভবনটির সাত তলায় আগুন লাগে। পরে তা বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আসে দমকলের একাধিক ইঞ্জিন। দমকল কর্মীরা প্রায় ৩৫ জনকে উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অনুমান ৩০ জন এখনও আটকে রয়েছে আবাসনটিতে। উদ্ধারকাজ চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ