চিত্তৌড়গড়, ১৪ মার্চ (হি.স.) : হোলি উৎসবে রাজস্থানের চিত্তৌড়গড় জেলার প্রসিদ্ধ কৃষ্ণধাম শ্রী সাঁবলিয়াজি মন্দিরে ফুলদোল উৎসব পালিত হয়। বৃন্দাবনের ধাঁচে ভগবানের সঙ্গে ভক্তরা এখানে মেতে ওঠেন ।
শুক্রবার সকালে মঙ্গল আরতির পর থেকেই ভক্তদের ঢল নামে। রাজভোগ আরতির পর ভগবানকে আতর ও আবির দিয়ে রং খেলানো হয়। দুপুরে বিগ্রহকে রুপোর রথে বসিয়ে নগর পরিক্রমা করানো হয়। হাজার হাজার ভক্ত এদিন হোলি খেলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য