হাওড়া, ১৪ মার্চ (হি.স.): দোলের দিন হাওড়ায় বন্ধুদের সঙ্গে রং খেলার পর পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলে জানা গেছে।
জানা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে রং খেলার পর পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায় বালিটিকুরির বাসিন্দা অরিজিৎ মেটে। পুকুরে ডুবে মৃত্যু হয় তার। দীর্ঘ ক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় তলিয়ে যাওয়া ওই যুবকের দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ