হোলির সকালে ভূকম্পন অরুণাচল প্রদেশে
নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): হোলির সকালে ভূকম্পন অনুভূত দেশের উত্তর-পূর্বর রাজ্য অরুণাচল প্রদেশে। এদিন অরুণাচল প্রদেশে সকাল ৬টা ১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।
Earthquake


নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): হোলির সকালে ভূকম্পন অনুভূত দেশের উত্তর-পূর্বর রাজ্য অরুণাচল প্রদেশে। এদিন অরুণাচল প্রদেশে সকাল ৬টা ১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং এলাকায় এই কম্পনের মাত্রা ছিল ৪.০।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি পোস্টেও এই ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিনের ভূমিকম্পের ঘটনায় এখনও কোনও হতাহতের খবর নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande