ম্যানচেস্টার, ১৪ মার্চ(হি.স.) : প্রথম লেগে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেড ড্র করেছিল। বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে আধিপত্য দেখিয়ে দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ ম্যাচটি ম্যানচেস্টার ইউনাইটেড সোসিয়েদাদকে ৪-১এ উড়িয়ে দিয়ে শেষ আটে জায়গা করে নিল।
ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে সোসিয়েদাদ। ম্যাচের দশম মিনিটেই গোল পেয়ে যায় তারা। ওয়ারজাবাল পেনাল্টি থেকে গোল করেন। সমতায় ফিরতে দেরি করে নি ইউনাইটেড। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেস।
দ্বিতীয় হাফে ইউনাইটেড জ্বলে উঠলো। ৩ গোল দিল তারা। ৫০ মিনিটে আবারও পেনাল্টি থেকে গোল করেন ফার্নান্দেস। এরপর ৮৭ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এই পর্তুগিজ তারকা। আর ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে ইউনাইটেডের হয়ে চতুর্থ গোলটি করেন ডালট।
বড় জয়ে শেষ আটে পৌঁছে যায় ইউনাইটেড।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি