প্যারিস, ১৪ মার্চ(হি.স.): ২০ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে খেলার জন্য এমবাপে ডাক পেয়েছেন দিদিয়ে দেশমের দলে। ৬ মাসের বেশি সময় পর ফ্রান্স দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপে। ক্রোয়েশিয়ার বিপক্ষে নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালের জন্য বৃহস্পতিবার রাতে দল ঘোষণা করেছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
উল্লেখ্য, গত অক্টোবর ও নভেম্বরে পরপর দুবার নেশন্স লিগে এমবাপেকে দলে ডাকেননি কোচ দেশম। এই বিষয়টি তখন অনেক আলোচনার জন্ম দিয়েছিল। আগামী ২০ মার্চ ক্রোয়েশিয়ার মাঠে খেলবে ফ্রান্স। তিন দিন পর ফিরতি লেগ হবে প্যারিসে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি