হিসারে ভয়াবহ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলির ধাক্কা বিদ্যুতের খুঁটিতে
হিসার, ১৪ মার্চ (হি.স.) : হরিয়ানার অন্তর্গত হিসার উকলানা এলাকার সাহু গ্রামে একটি ট্রাক্টর-ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে। সজোরে সংঘর্ষের ফলে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং ট্রান্সফর্মার নিচে পড়ে যায় , যার ফলে গ্রামে সম্পূর্ণ
হিসারে ভয়াবহ দুর্ঘটনা: নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর-ট্রলির ধাক্কা বিদ্যুতের খুঁটিতে


হিসার, ১৪ মার্চ (হি.স.) : হরিয়ানার অন্তর্গত হিসার উকলানা এলাকার সাহু গ্রামে একটি ট্রাক্টর-ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটিতে। সজোরে সংঘর্ষের ফলে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এবং ট্রান্সফর্মার নিচে পড়ে যায় , যার ফলে গ্রামে সম্পূর্ণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার রাতে মুগলপুরা গ্রাম থেকে সাহু গ্রামের দিকে যাচ্ছিল ট্রাক্টর-ট্রলিটি। গ্রামে প্রবেশের মুখে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রলি গিয়ে ধাক্কা মারে বিদ্যুতের খুঁটিতে। এই ঘটনায় বিদ্যুতের তার ছিঁড়ে যায় এবং পুরো গ্রাম অন্ধকারে ডুবে যায়।

গ্রামবাসীরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, ক্ষতিগ্রস্ত লাইন ও ট্রান্সফর্মার মেরামত করে যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হোক, যাতে দীর্ঘ সময় অন্ধকারে না থাকতে হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande