হোলি উৎসব ভারতের মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): সমস্ত দেশবাসীকে রঙের উৎসব হোলি উপলক্ষ্যে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, হোলি উৎসব ভারতের মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। শুক্রবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): সমস্ত দেশবাসীকে রঙের উৎসব হোলি উপলক্ষ্যে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, হোলি উৎসব ভারতের মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। শুক্রবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, রঙের উৎসব হোলি উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। আনন্দের এই উৎসব ঐক্য, ভালোবাসা এবং সম্প্রীতির বার্তা দেয়। এই উৎসব ভারতের মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক। এই শুভ উপলক্ষ্যে আসুন আমরা সবাই মিলে ভারত মাতার সকল সন্তানের জীবনকে ধারাবাহিক অগ্রগতি, সমৃদ্ধি এবং সুখের রঙে ভরিয়ে দেওয়ার অঙ্গীকার করি।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande