প্রার্থনা চলাকালীন পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ
ইসলামাবাদ, ১৪ মার্চ (হি.স.): ট্রেন অপহরণের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণে ওয়াজিরিস্তানের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় শোরগোল। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। তবে অনেকের মৃত্যুর আশঙ্কা
প্রার্থনা চলাকালীন পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ


ইসলামাবাদ, ১৪ মার্চ (হি.স.): ট্রেন অপহরণের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানে বিস্ফোরণের ঘটনা। খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণে ওয়াজিরিস্তানের এক মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় শোরগোল। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। তবে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে মৌলানা আব্দুল আজিজ মসজিদে প্রার্থনার সময় আইইডি বিস্ফোরণ ঘটে। স্বাভাবিকভাবেই সে সময়ে মসজিদে অনেকেই ছিলেন। এই হামলার ঘটনার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠন রয়েছে বলে অনুমান করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande