ঢাকা, ১৪ মে (হি.স.): বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছাত্রনেতাকে কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, নিহত ছাত্রের নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যর এএফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন তিনি।
মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশে ঘটনাটি ঘটে। আততায়ীর ছুরির আঘাতে গুরুতর জখম হন ওই পড়ুয়া। রাত ১২টা নাগাদ রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ এই খুনের ঘটনার তদন্তে নেমেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ