ঢাকা, ১৩ মে (হি.স.): মধ্যরাতে গ্রেফতার লোকশিল্পী মমতাজ বেগম। কেবল সঙ্গীতশিল্পী নন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংসদ পদে ছিলেন তিনি। একাধিকবার আওয়ামি লীগের টিকিটে সাংসদ হয়েছিলেন মমতাজ। সোমবার রাতে তাঁকে আচমকা গ্রেফতার করা হয়।
বাংলাদেশের পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত পৌনে ১২ টায় ধানমন্ডির স্টার কাবাবের পিছনে একটি বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করে মমতাজকে। কয়েকদিন আগেই সব রাজনৈতিক কর্মসূচীতে আওয়ামি লীগকে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তারপরই মমতাজের এই গ্রেফতারি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত