মস্কো, ১১ মে (হি.স.): ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ থামাতে ও শান্তি ফেরাতে আগামী ১৫ মে তুরস্কের ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এমনটাই ঘোষণা করেছেন পুতিন নিজেই। যদিও রাশিয়ার এই প্রস্তাবের প্রেক্ষিতে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ইউক্রেন।
প্রায় তিনবছর ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। সেই যুদ্ধ থামাতে ও দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও তাঁর উদ্যোগ সেইভাবে সফল হয়নি। তবে মস্কো ও কিয়েভের মধ্যে মাঝে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু একেবারে যুদ্ধ বন্ধের কোনও সিদ্ধান্ত হয়নি। তবে এবারে যুদ্ধ বন্ধের দিকেই হাঁটতে চলেছেন পুতিন। ইস্তানবুলে ইউক্রেনের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ