পুরী, ১৪ মার্চ (হি.স.): রঙের উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা দেশের নানা প্রান্তে নানা নামে পরিচিত। কিন্তু দোল বা হোলি, যে নামেই ডাকা হোক না কেন, বসন্তের এই উৎসব আসলে নানা রঙে রাঙিয়ে দেওয়ার উৎসব। উত্তর, মধ্য, পূর্ব ও পশ্চিম ভারত মেতে উঠেছে রঙের খেলায়। ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছেন রঙের উৎসবে। দোলযাত্রা হিন্দুদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। গোটা দেশজুড়ে সাড়ম্বরে পালন করা হয় এই উৎসব। দোলপূর্ণিমা রঙের উৎসব নামেও পরিচিত। এই রঙের উৎসবের সঙ্গে রাধা কৃষ্ণের বিশেষ যোগ রয়েছে। দোলযাত্রা উপলক্ষ্যে পুরীর সমুদ্র সৈকতে শিল্পকর্ম তৈরি করলেন বালু শিল্পী সুদর্শন পট্টনায়ক। শিল্পকর্মে রাধা-কৃষ্ণের ছবি ফুটিয়ে তুলে দোলের শুভেচ্ছা জানিয়েছেন এই বালু শিল্পী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ