হিতেশ্বর শইকিয়ার আমলে অসমে এসে লাঠির ঘা খেয়েছি, অসম এখন আন্দোলন বিবৰ্জিত রাজ্য, শুধু উন্নয়ন আর উন্নয়ন, বক্তা অমিত শাহ
হিতেশ্বর শইকিয়ার আমলে অসমে এসে লাঠির ঘা খেয়েছি, অসম এখন আন্দোলন বিবৰ্জিত রাজ্য, শুধু উন্নয়ন আর উন্নয়ন, বক্তা অমিত শাহ
ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


-লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি-র লোগো উন্মোচন করেছেন অমিত শাহ


স্বরাষ্ট্রমন্ত্রীকে লাচিত বড়ফুকনের পটচিত্র তুলে দেওয়ার মুহূর্ত


উপস্থিত জনতার একাংশ


- ‘কংগ্রেসের ১০ বছরের শাসনামলে অসম পেয়েছে ১.২৭ লক্ষ কোটি টাকা, আর মোদীর আমলে এই পরিমাণ ৪.৯৫ লক্ষ কোটি টাকা’

- ‘সাম্প্রতিককালে ১০ হাজারের বেশি যুবক অস্ত্র সমর্পণ করে মূলস্রোতে ফিরে এসেছে’

- আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শীর্ষ অ্যাকাডেমি হবে ‘লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি’

দেড়গাঁও (অসম), ১৫ মাৰ্চ (হি.স.) : ‘অসমের সঙ্গে আমার দীৰ্ঘদিনের সম্পৰ্ক। ছাত্ৰাবস্থায় বহুবার অসমে এসেছি। হিতেশ্বর শইকিয়ার (তদানীন্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী) আমলে অসমে এসে প্ৰতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণ করে পুলিশের লাঠির ঘা খেয়েছি। তদানীন্তন প্রধানমন্ত্রী (প্ৰয়াত) ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে স্লোগান তোলার অপরাধে অসমের কারাগারে আমাকে সাত দিন রুটি খেতে হয়েছিল। আজ সেই পরিবেশ পরিস্থিতি নেই। অসম এখন আন্দোলন বিবর্জিত রাজ্য। এখন নেই জঙ্গিপনা, অস্ত্রের ঝনঝনি। কেবল উন্নয়ন আর উন্নয়ন। অসম এখন সম্পূর্ণ সুরক্ষিত রাজ্য। অপরাধ বহুগুণ কমেছে।’ বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ শনিবার গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ে ১৬৭.৪ কোটি টাকা ব্যয়ে সংস্কারকৃত বহু সুবিধা সংবলিত অত্যাধুনিক ‘লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি’র উদ্বোধন এবং অ্যাকাডেমি চত্বরে প্রস্তাবিত দ্বিতীয় পর্যায়ের ৪২৫.৪৮ কোটি টাকায় নির্মীয়মাণ আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আয়োজিত সমাবেশে ভাষণ দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের অনুষ্ঠানে ‘লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি’র লোগোও উন্মোচন করেছেন অমিত শাহ।

মা কামাখ্যা এবং মহাপুরুষ শ্ৰীমন্ত শংকরদেবকে প্রণাম জানিয়ে তাঁর ভাষণ শুরু করেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্ৰী অমিত শাহ। কিংবদন্তি আহোম সেনাপতি লাচিত বড়ফুকনের ঐতিহাসিক তাৎপর্য এবং নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের অধীনে অর্জিত অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘মুঘলদের আক্রমণ থেকে অসমকে রক্ষাকারী বীর সেনাপতি লাচিত বড়ফুকনের কথা শুনেছি আমার যখন বয়স সাত। এর পর আমার স্নাতক শেষ হওয়ার আগ পর্যন্ত আমি তাঁর সম্পর্কে কিছুই পড়িনি। তার কারণ লাচিত বড়ফুকনকে অসমেই সীমাবদ্ধ করে রাখা হয়েছিল। কিন্তু আজ লাচিতকে গোটা দেশের মানুষ চেনেন। কয়েকটি রাজ্যের বিদ্যালয়ে পাঠক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন ২৩টি ভাষায় লাচিত বড়ফুকনের জীবনী অনুবাদ হয়েছে। লাচিত বড়ফুকনের ইতহাস দেশব্যাপী ছড়ানোর পেছনে যাঁর হাত তিনি অসমের বর্তমান জনপ্রিয় ও তড়িৎকর্মা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।’

লাচিত বড়ফুকনকে জাতীয় স্বীকৃতি প্রদানের ওপর জোর দিয়ে অমিত শাহ বলেন, ‘এই বীর যোদ্ধা মুঘলদের বিরুদ্ধে অসীম লড়াই করেছিলেন। মুঘলদের অসম দখলের স্বপ্নে ভঙ্গ দিয়ে দিল্লি ফেরত পাঠিয়েছিলেন এই বীর। অসমকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।’

প্রসঙ্গক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী বিগত দিনে বিভিন্ন সরকারের কাছ থেকে অসম যে আর্থিক সহায়তা পেয়েছে তার তুলনাও করেছেন। বলেন, ‘কংগ্রেসের ১০ বছরের শাসনামলে অসম ১.২৭ লক্ষ কোটি টাকা অনুদান সহায়তা হিসেবে পেয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর শাসনামলে এই পরিমাণ ৪.৯৫ লক্ষ কোটি টাকা হয়েছে, যা কংগ্রেসের প্রদত্ত অর্থের চেয়ে চারগুণ বেশি। কেন অসমকে উপেক্ষা করল কংগ্রেস, কেন এখানে শান্তি সম্প্রীতি বিরাজিত হতে দিল না? তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনামলে অসমে সবকিছু পুনরুদ্ধার হয়েছে।’

অমিত শাহ বলেন, ’সাম্প্রতিককালে ১০ হাজারের বেশি যুবক তাঁদের অস্ত্র সমর্পণ করে সমাজের মূলস্রোতে ফিরে এসেছে।’ অসমে শান্তি ফিরিয়ে আনার কৃতিত্ব দিয়েছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টাকে। স্বরাষ্ট্রমন্রীন বলেন, একসময়ের জঙ্গিপনা, সন্ত্রাসরাজ ও অস্থিরতায় জর্জরিত অসম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে এক রূপান্তরকামী পরিবর্তন দেখছে।

অসম সরকারের অবকাঠামোগত আধুনিকীকরণ, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং রাজ্যে শান্তি বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টার প্রশংসা করে এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মাকে অকুণ্ঠ কৃতিত্ব দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। অসমকে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাংস্কৃতিক সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য হিমন্তবিশ্ব শৰ্মা নেতৃত্বাধীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

‘লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি’ প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, আগে বহিঃরাজ্যে গিয়ে অসমের যুবকরা পুলিশের প্ৰশিক্ষণ নিতেন। কিন্তু এখন দিন-কাল বদলেছে। এখন বহিঃরাজ্য থেকে এই পুলিশ অ্যাকাডমিতে প্রশিক্ষণ নেন। সম্প্রতি মণিপুর সহ অন্য রাজ্য এবং অসমের প্রায় ২১ হাজার যুবক এই পুলিশ অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে পাসআউট হয়েছেন। তিনি বলেন, লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি আগামী পাঁচ বছরের মধ্যে দেশের শীর্ষ অ্যাকাডেমিতে পরিণত হবে।

‘অসমে ইতিমধ্যে সেমি কন্ডাক্টরের কাজ শুরু হয়ে গিয়েছে। এটা অসমের কাছে সর্ববৃহৎ প্রাপ্তি। সেমি কন্ডাক্টরের বলে অসমের চিত্রই বদলে যাবে,’ বলেছেন অমিত শাহ। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার অক্লান্ত প্রচেষ্টায় অতিসম্প্রতি বাণিজ্য শীর্ষ সম্মেলনের মাধ্যমে ৫ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হতে চলেছে।

আজকের সমাবেশে ভাষণ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande