গুয়াহাটি, ১৬ মাৰ্চ (হি.স.) : আসাম পুলিশ কনস্টেবল (এবি এবং ইউবি) পদের লিখিত পরীক্ষার সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। আগে ২৩ মার্চ এই পরীক্ষার দিন নির্ধারিত থাকলেও, সর্বশেষ ঘোষণা অনুসারে পরীক্ষাটি এখন আগামী ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ফলাফলে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে। প্ৰসঙ্গত কাট-অফ মাৰ্ককে কেন্দ্ৰ করে বিতর্কের সৃষ্টি হয়েছিল।
যোগ্য প্রার্থীরা ১ এপ্রিল থেকে আবেদন নম্বর, নাম এবং জন্ম তারিখ লিখে অনলাইনে তাঁদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড জোর দিয়ে বলেছে, পরীক্ষার দিন প্রবেশের অনুমতি পাওয়ার জন্য প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের একটি মুদ্রিত কপি এবং সরকার কর্তৃক জারিকৃত একটি বৈধ ছবিযুক্ত পরিচয়পত্র যেমন আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি নিয়ে যেতে হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস