কলকাতা, ১৬ মার্চ (হি.স.): এটিএমে কারচুপির অভিযোগে একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ সাহিল। তিনি আনন্দপুরের বাসিন্দা। শনিবার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ সাহিলকে গ্রেফতার করে। জানা গেছে, রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে বাঁশদ্রোণীতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার হন কয়েকজন গ্রাহক। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তাতেই সাহিলের হদিশ পান তদন্তকারীরা। অভিযোগ, ঠাকুরপুকুরের এটিএম জালিয়াতিতেও যুক্ত সাহিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ