শ্রীভূমিতে ফোলিক অ্যাসিডের গুরুত্ব বিষয়ে সচেতনতা অভিযান এনএইচএম-এর
শ্রীভূমিতে ফোলিক অ্যাসিডের গুরুত্ব বিষয়ে সচেতনতা অভিযান এনএইচএম-এর
শ্রীভূমিতে ফোলিক অ্যাসিডের গুরুত্ব বিষয়ে সচেতনতা অভিযান এনএইচএম-এর


শ্রীভূমি (অসম), ১৭ মাৰ্চ (হি.স.) : গর্ভাবস্থায় ফোলিক অ্যাসিডের গুরুত্ব বিষয়ে এক বিশেষ সচেতনতা অভিযান চালু করেছে শ্রীভূমির ন্যাশনাল হেল্থ মিশন (এনএইচএম)। আজ সোমবার এই অভিযানের সূচনা হয়েছে এক শোভাযাত্রার মাধ্যমে। পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেছেন অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডা. মতিন্দ্র সূত্রধর।

অনুষ্ঠানে জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী এবং এনভিবিডিসিপি পরামর্শদাতা দেবজিত দে উপস্থিত ছিলেন। এছাড়া, শ্রীভূমির আশা এবং এএনএম কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন আজকের কার্যক্রমে। এই অভিযানের লক্ষ্য হলো গর্ভাবস্থায় ফোলিক অ্যাসিড গ্রহণের গুরুত্ব সম্পর্কে অন্তঃসত্ত্বা মহিলাদের সচেতন করা, যা জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে এবং সুস্থ গর্ভধারণ নিশ্চিত করতে সাহায্য করে।

পাশাপাশি, প্রাথমিক পর্যায়ে গর্ভধারণ নিবন্ধন এবং নিয়মিত প্রসূতি যত্ন (এএনসি) পরীক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কেও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। ডা. সূত্রধর তাঁর বক্তব্যে সময়মতো ফোলিক অ্যাসিড গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে স্বাস্থ্যকর্মীদের তাঁদের সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। সচেতনতা অভিযানের অংশ হিসেবে সম্প্রদায়ভিত্তিক সভা, আইইসি কার্যক্রম ও পরামর্শ সেশন পরিচালিত হবে, যা জনগণের জ্ঞান বৃদ্ধি ও আচরণগত পরিবর্তন আনতে সহায়ক হবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande