আগরতলা (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে ত্রিপুরার বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মসূচি নিয়েছে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস৷ সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সংগঠনের সভানেত্রী সর্বাণী ঘোষ৷
সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, এরাজ্যের নারীরা সুরক্ষিত নন৷ নারী সংক্রান্ত অপরাধের সংখ্যা উদ্বেগজনক৷ রাজ্য সরকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্পূর্ণ ব্যার্থ বলে তিনি অভিযোগ করেন৷ তিনি জানান ২৩ মার্চ ধর্মনগরে, ২৫ মার্চ উদয়পুরে, ২৭ মার্চ তেলিয়ামুড়ায় এবং ২৯ মার্চ আগরতলা তথা সদর জেলায় আন্দোলন সংগঠিত করা হবে।
এদিকে, সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানিয়েছেন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের জমানায় দেশে নারী সংক্রান্ত অপরাধ নিম্নমুখী ছিল৷ নরেন্দ্র মোদীর জমনায় নারী সংক্রান্ত অপরাধ বাড়ছে৷ এনসিআরবি এর রিপোর্ট নাকি এমনই তথ্য সরবরাহ করছে বলে দাবি করেন প্রবীর চক্রবর্তী৷
তিনি উদ্বেগের সাথে বলেন, ত্রিপুরায় লাখপতি দিদির সংখ্যা বাড়ছে বলে যে প্রচার করা হচ্ছে তা মূলত এরাজ্যের মহিলারা ঋণগ্রস্ত হয়ে পড়ছেন৷ ঋণের জ্বালায় জর্জরিত হয়ে পড়ছেন মহিলারা৷ বিভিন্ন স্বসহায়ক দল থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারছেন না৷ বাধ্য হয়ে স্বর্ণ ঋণ নিয়ে স্বসহায়ক দলের ঋণ পরিশোধ করছেন৷ তাই অবিলম্বে সরকারকে মহিলাদের সমস্ত ঋণ মুকুব করার জন্য দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ