ডিমা হাসাওয়ের বাঁশ থেকে মিথানল প্রকল্প, হাফলঙে সিইএম-এর পৌরোহিত্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভা
ডিমা হাসাওয়ের বাঁশ থেকে মিথানল প্রকল্প, হাফলঙে সিইএম-এর পৌরোহিত্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভা
মিথানল প্রকল্প বিষয়ে হাফলঙে অনুষ্ঠিত সভায় অংশীদারগণ


হাফলং (অসম), ১৭ মাৰ্চ (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে বাঁশ থেকে মিথানল প্রকল্প স্থাপনের বিষয়ে কেসার পেট্রো-প্রোডাক্টস লিমিটেডের প্রতিনিধির সাথে আজ সোমবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্যের সভাকক্ষে দেবোলাল গার্লোসা, পরিষদের কার্যনির্বাহী সদস্য, পারিষদদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা বলেন, ডিমা হাসাও জেলায় এই প্রকল্পটি স্থাপন হলে পাহাড়ি জেলার বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং পরিষদের রাজস্বের উৎস হবে।

এছাড়া আজ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সরকারি বিভাগের অধীনে চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় পার্বত্য পরিষদের সদস্য তথা জেলা পরিকল্পনা বোর্ডের ভাইস-চেয়ারম্যান ধৃতি থাওসেন, পরিষদের কার্যনির্বাহী সদস্য দনপাইনন থাওসেন, মনজিত নাইডিং, প্রবিতা জহরি, নিরঞ্জন হোজাই, পরিষদ সদস্য প্রজিত হোজাই, মনজয় লাংথাসা, রতন জারাম্বুসা, পার্বত্য পরিষদের প্রধানসচিব পার্থ জহরি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande