শ্রীভূমি জেলায় কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন আহ্বান
শ্রীভূমি (অসম), ১৭ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার কৃষিজীবীদের কৃষি যন্ত্রপাতি (পাওয়ার টিলার)-র জন্য আবেদন পত্র আহ্বান করা হয়েছে। শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন, কৃষি বিভাগের অন্তর্গত এফএনএস-পালস্ প্রকল্পের অধীনে রেহাই মূল্যে পাওয়ার টিলার প্র
শ্রীভূমি জেলায় কৃষি যন্ত্রপাতির জন্য আবেদন আহ্বান


শ্রীভূমি (অসম), ১৭ মাৰ্চ (হি.স.) : শ্রীভূমি জেলার কৃষিজীবীদের কৃষি যন্ত্রপাতি (পাওয়ার টিলার)-র জন্য আবেদন পত্র আহ্বান করা হয়েছে।

শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন, কৃষি বিভাগের অন্তর্গত এফএনএস-পালস্ প্রকল্পের অধীনে রেহাই মূল্যে পাওয়ার টিলার প্রদানের জন্য জেলার কৃষকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এতে সরকারি সাহায্য নূন্যতম ৫০ শতাংশ অথবা ৮৫ হাজার টাকা রেহাই মূল্য প্রদান করা হবে।

এই প্রকল্পে উপযুক্ত সংস্থান অথবা জমি আছে এমন প্রান্তিক কৃষকদের আবেদনের জন্য সংশ্লিষ্ট এলাকার কৃষি উন্নয়ন আধিকারিক, কৃষি সম্প্রসারণ সহায়ক ছাড়াও জেলা কৃষি আধিকারিকের কার্যালয় এবং রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে ফর্ম। আবেদনপত্রের সাথে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আধার নম্বর, দাগ ও পাট্টা থাকা জমির নথি, মোবাইল ফোনের নম্বর অবশ্যই জমা দিতে হবে।

আবেদনপত্র সংশ্লিষ্ট আধিকারিক অথবা বিভাগীয় কার্যালয়ে আগামী ২০ মার্চের মধ্যে জমা দিতে জেলা কৃষি আধিকারিক অনুরোধ জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande