পাঁচতলা ভবনের বিপজ্জনক স্থানে যুবক, সোনামুড়ায় চাঞ্চল্য
বক্সনগর (ত্রিপুরা), ১৬ মার্চ (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকায় এক অবাক করা ঘটনা ঘটল। হঠাৎ করেই এক যুবক পাঁচতলা ভবনের ছাদে উঠে গিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে গোমতী নদীর পাশের একটি বহুতল ভ
বিপজ্জনক স্থানে যুবক


বক্সনগর (ত্রিপুরা), ১৬ মার্চ (হি.স.) : সিপাহীজলা জেলার সোনামুড়া ব্রিজ চৌমুহনী এলাকায় এক অবাক করা ঘটনা ঘটল। হঠাৎ করেই এক যুবক পাঁচতলা ভবনের ছাদে উঠে গিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে গোমতী নদীর পাশের একটি বহুতল ভবনের ওপর উঠে চিৎকার করতে থাকেন এক যুবক। প্রথমে সবাই ভেবেছিলেন হয়তো কোন নির্মাণ শ্রমিক ওই বহুতল ভবনে কাজ করছেন। কিন্তু পরে বুঝতে পারেন তিনি সেখানে হঠাৎ করেই উঠে গেছেন এবং নিচে নামতে চাইছেন না। যুবকটির নাম রুবেল হোসেন। তার বাড়ি মেলাঘরের কলমক্ষেত এলাকায়।

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে তার বাবা মারা যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপের কারণেই তিনি এই অস্বাভাবিক আচরণ করেছেন। খবর পেয়ে সোনামুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তাঁরা দীর্ঘক্ষণ চেষ্টার পর রুবেলকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। এরপর তাকে সোনামুড়া থানায় নিয়ে যাওয়া হয় যাতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায় এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।

এই অদ্ভুত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন এবং উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় কোন দুর্ঘটনা ঘটেনি। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হতাশা ও মানসিক চাপে ভুগলে অনেক সময় মানুষ এই ধরনের আচরণ করতে পারে। তাই পরিবারের সদস্য ও সমাজের উচিত মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা। সোনামুড়া থানার এক পুলিশ কর্মকর্তা জানান, রুবেলের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande