রায়পুর, ১৭ মার্চ (হি.স.): সোমবার দিল্লি সফরে যাচ্ছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। এদিন দুপুরে রায়পুর বিমানবন্দর থেকে দিল্লি উদ্দেশে রওনা দেবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছেলের বিয়ের অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই। এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ