কলকাতা, ১৭ মার্চ (হি.স.) : রাজ্যে পালাবদলের পর থেকে অর্থাৎ ২০১১ সালের পর এ পর্যন্ত এই রাজ্যে ১৮ কোটি পর্যটক ভ্রমণ করেছে। যা এক রেকর্ড, বিধানসভায় প্রশ্নোত্তর পর্বের ফাঁকে এদিন জানান বিভাগীয় প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। এছাড়াও বলেন, এ পর্যন্ত ৯১৮ প্রকল্প সম্পূর্ণ করা হয়েছে। বাঁকুড়া জেলার জন্য পর্যটন প্রসারে ২৬টি প্রকল্প অনুমোদিত। এর জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ২৩.১৬ কোটি টাকা। এর মধ্যেই রয়েছে নতুন ৭ টি প্রকল্প। সাড়ে ছয় কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এ পর্যন্ত ৫,৩২২ টি হোম - স্টে আছে। যা সারা দেশের মধ্যে সব থেকে বেশি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত