অস্ত্রের বাড়বাড়ন্ত নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা অধীরের
মুর্শিদাবাদ, ১৭ মার্চ (হি.স.): রাজ্যে অস্ত্রের বাড়বাড়ন্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী। সোমবার শিয়ালদা থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। বহরমপুরের প্রাক্তন সাংসদ বলেন, ব
অস্ত্রের বাড়বাড়ন্ত নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা অধীরের


মুর্শিদাবাদ, ১৭ মার্চ (হি.স.): রাজ্যে অস্ত্রের বাড়বাড়ন্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

সোমবার শিয়ালদা থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। বহরমপুরের প্রাক্তন সাংসদ বলেন, বাংলায় অস্ত্রের কারবার সবাই জানে। অন্যান্য কারবারের মতো অস্ত্রও একটা কারবার। সৌভাগ্যবশত মুখ্যমন্ত্রী এখনও এটির বৈধতা দেননি! তবে গরু পাচারের মতো তাঁর নেতৃত্বে অস্ত্রোপাচারও এরাজ্যে একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে।

অধীরবাবু মুখ খুলেছেন আর জি কর প্রসঙ্গেও। কোর্টের নজরদারিতে এবং অভিযুক্তদের আইনের পরিধিতে এনে তদন্তের দাবিতে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা করেছিলেন আর জি করে নিহত চিকিৎসকের বাবা-মা। এ নিয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালত সেই সংক্রান্ত অনুমতি দিয়েছে।

এ প্রসঙ্গে অধীরবাবু বলেন, আর জি করে অপরাধ ধামা চাপা দেওয়া হয়েছে, অপরাধীদের আড়াল করা হয়েছ। এটা সর্বজনবিদিত। এটা জানার জন্য আইনি বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। ঘটনাচক্র বলে দিচ্ছে কোথাও যেন লুকোচুরি খেলা হচ্ছে। তাই সিবিআই বা ইডি-র তদন্তে দুর্বলতা থাকলে সুপ্রিম কোর্টের উচিত পদক্ষেপ করা। আমরা সকলে আইনের দিকে তাকিয়ে রয়েছি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande