ফটিকরায়ে ট্রিপার ট্রাক ও অটোর সংঘর্ঘ, গুরুতর আহত এক
ফটিকরায় (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : পাথর বোঝাই ট্রিপার ট্রাক এবং অটোর মুখোমুখি সংঘর্ষ৷ গুরুতর আহত হন অটো চালক৷ দুর্ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার ফটিকরায়ের গকুলনগর ছিন্নমস্তা কালীবাড়ি সংলগ্ন এলাকায়৷ আহত ব্যক্তির নাম প্লাবন মালাকার৷ বয়স আটত্রিশ বছর৷ পুল
দুর্ঘটনায় আহত এক


ফটিকরায় (ত্রিপুরা), ১৭ মার্চ (হি.স.) : পাথর বোঝাই ট্রিপার ট্রাক এবং অটোর মুখোমুখি সংঘর্ষ৷ গুরুতর আহত হন অটো চালক৷ দুর্ঘটনাটি ঘটেছে ঊনকোটি জেলার ফটিকরায়ের গকুলনগর ছিন্নমস্তা কালীবাড়ি সংলগ্ন এলাকায়৷ আহত ব্যক্তির নাম প্লাবন মালাকার৷ বয়স আটত্রিশ বছর৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে ট্রিপার ট্রাকের চালককে গ্রেফতার করেছে৷

জানা গিয়েছে, সোমবার দুপুরে পাথর বোঝাই একটি ট্রিপার ট্রাক ও অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে অটো চালক প্লাবন মালাকার গুরুতর আহন হন৷ অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত প্লাবন মালাকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

এদিকে স্থানীয় জনগণ ট্রিপার ট্রাক চালক নজবুল ইসলামকে আটক করে পুলিশে দিয়েছে৷ জানা গিয়েছে ট্রিপার ট্রাকের চালকের বাড়ি অসমের শ্রীভূমিতে৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়ে ট্রিপার ট্রাক ও অটোটি আটক করেছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেপরোয়ভাবে ট্রিপার ট্রাকটি চালিয়ে যাচ্ছিলেন চালক৷ তাতেই এই দুর্ঘটনা৷

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande