খেলতে খেলতে সব শেষ, ঝাড়খণ্ডের চাইবাসায় অগ্নিদগ্ধ হয়ে ৪টি শিশুর মৃত্যু
চাইবাসা, ১৭ মার্চ (হি.স.): খেলতে খেলতে সব শেষ, ঝাড়খণ্ডের চাইবাসায় সোমবার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪টি শিশুর। চাইবাসার এসপি জানিয়েছেন, চাইবাসার জগন্নাথপুর থানা এলাকায় আগুনে পুড়ে চার শিশু মারা গিয়েছে। মৃত শিশুদের সকলেরই বয়স প্রায় পাঁচ বছর। ঘটনার স
খেলতে খেলতে সব শেষ, ঝাড়খণ্ডের চাইবাসায় অগ্নিদগ্ধ হয়ে ৪টি শিশুর মৃত্যু


চাইবাসা, ১৭ মার্চ (হি.স.): খেলতে খেলতে সব শেষ, ঝাড়খণ্ডের চাইবাসায় সোমবার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪টি শিশুর। চাইবাসার এসপি জানিয়েছেন, চাইবাসার জগন্নাথপুর থানা এলাকায় আগুনে পুড়ে চার শিশু মারা গিয়েছে। মৃত শিশুদের সকলেরই বয়স প্রায় পাঁচ বছর। ঘটনার সময় শিশুরা খড়ের মধ্যে খেলছিল।

ঘটনাটি ঘটেছে পশ্চিম সিংভূম জেলায় চাইবাসায় সকাল ১০টা নাগাদ, যখন সবাই খড়ের মধ্যে খেলছিল। পুলিশ জানিয়েছে, গীতিলিপি গ্রামে খড়ের মধ্যে আগুন লেগে যায়, সেই আগুনে এক ভাই ও এক বোন-সহ চার শিশু জীবন্ত দগ্ধ হয়। সব বাচ্চারা খড়ের মধ্যে খেলছিল। আগুনে পুড়ে ৪টি শিশুর মৃত্যু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande