বিএসপি–কে কখনওই দুর্বল হতে দেব না: মায়াবতী
লখনউ, ১৭ মার্চ (হি.স.): জাতপাতের তাস খেলে এমন কিছু দল বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)-কে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু তিনি কখনওই তাঁর দলকে দুর্বল হতে দেবেন না। সোমবার এমনটাই জানালেন বিএসপি-র জাতীয় সভাপতি মায়াবতী। বিএসপি সুপ্রিমো এদিন তাঁর বাসভবনে
মায়াবতী


লখনউ, ১৭ মার্চ (হি.স.): জাতপাতের তাস খেলে এমন কিছু দল বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)-কে দুর্বল করার চেষ্টা করছে। কিন্তু তিনি কখনওই তাঁর দলকে দুর্বল হতে দেবেন না। সোমবার এমনটাই জানালেন বিএসপি-র জাতীয় সভাপতি মায়াবতী। বিএসপি সুপ্রিমো এদিন তাঁর বাসভবনে সাংবাদিক সম্মেলনে বলেন, দলকে কখনওই তিনি দুর্বল হতে দেবেন না।

তিনি অভিযোগ করেন, কিছু জাত-বর্ণবাদী দল বিএসপিকে দুর্বল করার চেষ্টা করছে। বলেন, তাদের ষড়যন্ত্র ও পরিকল্পনা আমি কখনওই ফলপ্রসূ হতে দেব না। বহুজন সমাজ আমার পাশে আছে। মায়াবতী আরও বলেন, ২০২৭ সালে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম বহুজন সমাজবাদী পার্টি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande